বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৪ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৩

লালমাইতে ৫টি ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে একাধিক প্রার্থী 

মশিউর রহমান সেলিম, কুমিল্লা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১  

বিশেষ করে ৫টি ইউপিতে আ’লীগের নৌকা প্রতীক প্রার্থীর বিরুদ্ধে একাধিক স্বতন্ত্রপ্রার্থীর দৌড়ঝাপ চলছে। নৌকা প্রার্থীর বিরুদ্ধে একাধিক স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী তালিকায় উঠে আসায় বিব্রত আ’লীগের তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা। আগামী ৫ জানুয়ারী ভোটকেন্দ্র গুলোতে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলে ভোটের ফলাফলে শীর্ষ প্রার্থীদের কপাল পুড়তে পারে বলে আশংকা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

উল্লেখ্য দেশব্যাপী ৫ম ধাপের ইউপি নির্বাচনের দিনক্ষণ ৫ জানুয়ারী ২০২২ নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করলে এ উপজেলা সর্বত্র বেজে উঠে নির্বাচনী ঢামাঢোল। শুরু হয়েছিলো ছে নেতা-কর্মীদের মাঝে দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাপ। আসন্ন ৮টি ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়নে নাটকীয়তায় বিব্রত আ’লীগের তৃনমূল। 

আসন্ন ইউপি নির্বাচনে ভুলইন উত্তর ইউপি’তে চেয়ারম্যান পদে নৌকার মাঝি মোঃ এমরান কবির, স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন, হাজী আবদুর রহিম, রুহুল আমিন, আবদুল জলিল, মোঃ কামাল হোসেন ও তানভীর হোসেনহ ৮ জন। সাধারণ সদস্য পদে ৯ ওয়ার্ডে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৩ ওয়ার্ডে ৮ জন। 

ভুলইন দক্ষিন ইউপিতে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসাবে মুজিবুর রহমান মুজিব হলেও স্বতন্ত্র প্রার্থী মোঃ একরামুল হক, মোঃ তৈয়ব আলী, হারুনুর রশিদ, কামরুজ্জামান মজুমদার লিটন, আবদুল করিম মজুঃ, নুরুল আমিন, মো আবদুল্লাহ (চরমোনাই) মোঃ আমির হোসেন ও মোঃ শাহাজাহানসহ ১০ জন। সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৩টি ওয়ার্ডে ৭ জন। 

বেলঘর উত্তর ইউপি’তে চেয়ারম্যান পদে আবদুল মালেক নৌকার প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার ও মোঃ কবির আহম্মদসহ ৩ জন। সাধারণ সদস্য পদে ৯টি য়ার্ডে ৩৬ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ ওয়ার্ডে ৬ জন। 

বেলঘর দক্ষিণ ইউপিতে চেয়ারম্যান পদে গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া নৌকার মাঝি হলেও স্বতন্ত্রপ্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান মনু, সাংবাদিক মাহবুবুর রহমান কাশেম, রফিকুল ইসলাম মেম্বার ও আবদুর রহমানসহ ৫ জন। সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৩৬ জন। সংরক্ষিত মহিলা আসনে ৩টি ওয়ার্ডে ১১ জন। 

পেরুল দক্ষিণ ইউপিতে চেয়ারম্যান পদে খন্দকার সাইফউল্লাহ রুবাই নৌকার মাঝি হলেও স্বতন্ত্রপ্রার্থী হিসাবে এলাকার জনপ্রিয় ব্যাক্তিত্ব ব্যবসায়ী আলহাজ¦ রফিকুল ইসলাম বেলু, ব্যবসায়ী নাছির উদ্দিন, প্রবাসী মোস্তাফিজুর রহমান ডালিম, মোঃ কবির হোসেন, সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ নুর উদ্দিন, মোঃ আবদুল জলিল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মোঃ শাহবুদ্দিন, জাতীয় পার্টির দলীয় প্রার্থী মোঃ জাফর ইকবাল ও হাফেজ আহম্মদসহ ১১ জন। সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৪৬ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৩টি ওয়ার্ডে ৭ জন। 

অপরদিকে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এ উপজেলার ৫টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ ৫ জানুয়ারী ২০২২, মনোনয়ন জমার শেষ তারিখ ৯ ডিসেম্বর ২০২১, প্রার্থীতা প্রত্যাহার ১৫ ডিসেম্বর ২০২১, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর ২০২১। এছাড়া রাজনৈতিক বিরোধী দলগুলোর প্রার্থীতা নিয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি। তবে সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ সদস্য পদে গণতান্ত্রিকভাবে উন্মুক্ত নির্বাচণের দাবী জানিয়েছেন অনেকেই। 

এ ব্যাপারে লালমাই উপজেলা স্থাণীয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, এ উপজেলার ৫টি ইউপি নির্বাচন ঘিরে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ নিরপেক্ষ ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানে লক্ষ্যে যা যা করার প্রয়োজন আমরা তা করবো। 
 

এই বিভাগের আরো খবর